Home » গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নোমান নামের যুবকের মৃত্যু।

গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নোমান নামের যুবকের মৃত্যু।

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 29 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুরের ওলিনগর নামক স্থানে দ্রুত গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নোমান (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় আরও একজন। আজ রবিবার সকাল ১০টার দিকে মেহেরপুর–কুষ্টিয়া সড়কে গাংনী উপজেলার ওলিনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়েছে ফায়ার সার্ভিস। জানা যায়, নিহত নোমান গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের রবিউল ইসলামের ছেলে।

বামুন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর রুবেল রানা এ তথ্য নিশ্চিত করে জানান মোবাইলে সংবাদ পেয়ে জানতে পারি কুষ্টিয়া- মেহেরপুর সড়কে অলিনগর নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর ছিটকে পড়ে এক যুবক গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক আবির হোসেন‌ তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ ওসি তাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.