Home » গাংনীতে বিদ্যুত স্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

গাংনীতে বিদ্যুত স্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 40 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুরের গাংনীতে বিদ্যুতায়িত হয়ে সিরাজুল ইসলাম বাঘ (৭০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম গাংনী উপজেলার কাজিপুর বর্ডার পাড়া গ্রামের নঈমুদ্দিন বাঘের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আজিজুল ইসলাম জানান, আজ বেলা সাড়ে ১২টার দিকে সিরাজুল ইসলাম মাঠ থেকে গরু-ছাগলের জন্য ঘাসপাতা কেটে নিয়ে বাড়ির উঠানে রাখার সময় মোটরের বৈদ্যুতিক তার ছিড়ে শরীরে স্পর্শ করলে গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মনোজ কুমার নন্দী জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে দেওয়া হবে।

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.