Home » গাংনীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

গাংনীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

কর্তৃক Shariar Imran Mati
সূর্যোদয় প্রতিবেদক 20 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের গাংনীতে ৩৬ বােতল ফেনসিডিলসহ এখলাছ মিয়া (৪০) নামের একজনকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

আটককৃত এখলাছ গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। আটককৃত এখলাছ একজন মাদক ব্যবসায়ি বলে র‌্যাবের পক্ষ থেকে জানানাে হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে র‌্যাব-১২ এর মেহেরপুর ক্যাম্পের সদস্যরা বালিয়াঘাট গ্রামে অভিযান চালিয়ে তাকে মাদকসহ আটক করা হয়।

র‌্যাব-১২ এর মেহেরপুর ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ (পিপিএম) জানান, শনিবার সকালের দিকে একজন ব্যক্তি ব্যাটারিচালিত অটোভ্যানযোগে গাংনী উপজেলার কাজীপুর হতে মাদকদ্রব্য ফেনসিডিল নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে বামন্দী বাজারের দিকে যাচ্ছিল। এসময় অটােভ্যানটি গতিরােধ করে এখলাছ মিয়াকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩৬ বােতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এবং তার ব্যবহৃত ১টি মােবাইলফােন জব্দ করা হয়। আটককৃত এখলাছকে গাংনী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.