Home » গাংনীতে পুলিশের হাতে ৫ কেজি গাঁজাসহ দুই যুবক আটক

গাংনীতে পুলিশের হাতে ৫ কেজি গাঁজাসহ দুই যুবক আটক

কর্তৃক Shariar Imran Mati
সূর্যোদয় প্রতিবেদক 40 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের গাংনীতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশের সদস্যরা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হল উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মাঠপাড়ার আজিবর রহমানের ছেলে শামীম ওরফে রাজু (২৮) ও একই এলাকার রতন আলীর ছেলে মোমিনুল ইসলাম (২১)।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল শুক্রবার (১ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

গাংনী থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ‌১টার দিকে উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের মাঠপাড়ায় কয়েকজন ব্যক্তির মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল ওই এলাকায় রতন আলীর ছেলে মোমিনুল ইসলামের বসত বাড়ির সামনে তামাক ঘরের মধ্যে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গাংনী থানা পুলিশের এসআই পিন্টু কুমার মণ্ডলের নেতৃত্বে এএসআই শাহীন আক্তার, এএসআই শামছুর রহমানসহ সঙ্গীয় ফোর্স শামীম ওরফে রাজু ও মোমিনুল ইসলাম নামের দুই মাদক কারবারীকে আটক করেন। এ সময় আটকদের কাছ থেকে একটি প্লাস্টিক বস্তার মধ্যে হলুদ স্কচটেপ দিয়ে মোড়ানো ৫ টি পোঁটলায় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক মাদক কারবারীদের বিরুদ্ধে‌ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.