Home » গাংনীতে ছিনতাইকারীদের বোমা হামলায় আহত-১

গাংনীতে ছিনতাইকারীদের বোমা হামলায় আহত-১

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 45 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুরের গাংনীতে ছিনতাইকারীদের বোমা হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে সাজাদুর রহমান (৩৫) নামের গ্লোব ফার্মাসিটিক্যাল লিমিটেডের এক রিপ্রেজেন্টেটিভ মারাত্মক আহত হয়েছেন।

শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। সাজাদুর রহমান নাটাের জেলার বাগাদিপাড়ার উপজেলার পাচারিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গাংনী উপজেলার পলাশীপাড়া গ্রাম থেকে ভোমরদহ যাওয়ার পথে ছিনতাই কারিরা মোটরসাইকেলের গতিরোধ করে করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে সাহাদুরকে কোপাতে থাকে। পরে বোমা নিক্ষেপ করে মোটরসাইকেল ও নগদ ২০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার এমকে রেজা জানান, দুই হাতে অনেক ক্ষত সৃষ্টি হয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, বোমা হামলা ও ছিনতাই এর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ছিনতাইকারীদের ধরতে কাজ করছে পুলিশ।

 

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.