মেহেরপুরের গাংনী উপজেলায় কৃষি প্রণোদনা হিসাবে (৯ সেপ্টেম্বর ) বিকাল সাড়ে ৩ টার সময় গাংনী উপজেলা সভা কক্ষে আলোচনা সভা ও বীজ বিতরন অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান হোসেন , অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন গাংনী সহকারী কমিশনার ভূমি মোঃ সাদ্দাম হোসেন অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মোঃ রাসেল রানা, সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষক ও কৃষি উপ-সহকারী অফিসার গণ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে কৃষি প্রণোদনা হিসাবে খরিপ ২/ ২০২৪-২৫ অর্থ বছর মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১ হাজার কৃষক কে মাসকলাই বীজ ও ১ হাজার কৃষক কে রাসানিক সার প্রদান করা হয়। এবং জন প্রতি তাদেরকে মাসকলাই বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়। মোট বীজের পরিমান ৫ মেট্রিক টন, ডিএপি সার ১০ মেট্রিক টন,এমওপি সার ৫ মেট্রিক টন।