Home » গাংনীতে কৃষকের মাঝে প্রণোদনার ধান বীজ ও সার বিতরন

গাংনীতে কৃষকের মাঝে প্রণোদনার ধান বীজ ও সার বিতরন

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 66 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুরের গাংনীতে ২০২৪-২৫ অর্থবছর রোপা আমন মৌসুমে কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন ও কৃষকদের মাঝে বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। এ সময় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান  ফারুক হাসান।

গাংনী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন।

প্রণোদনা কর্মসূচির আওতায় সাড়ে ১১০০ জন প্রান্তিক চাষির মাঝে ৫ কেজি করে মোট সেড়ে ৫ মেট্রিক টন রোপা আমন ধানের বীজ ও ১১ মেট্রিক টন ডিএপি, ১১ মেট্রিক টন এমওপি সার বিতরণ করা হয়।

এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা, ইউপি সদস্য এবং উপজেলার বিভিন্ন গ্রাম হতে আগত বীজ নিতে আসা কৃষকরা উপস্থিত ছিলেন।

 

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.