মেহেরপুর জেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে মতবিনিময় ও পূজা মন্ডপ পরিদর্শন করলেন মাননীয় রেঞ্জ ডিআইজি খুলনা মহোদয়।
অদ্য ১২/১০/২০২৪ তারিখ খুলনা রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম মহোদয় মেহেরপুর জেলায় আগমন করেন। এসময় মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়কে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সম্মানিত পুলিশ সুপার জনাব মাকসুদা আকতার খানম, পিপিএম মহোদয়।
মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় মেহেরপুর জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং পরবর্তীতে সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিং প্রদান করেন। পূজামন্ডপ পরিদর্শনকালে সকলকে শারদীয়া শুভেচ্ছা জানান এবং উৎসবমুখর পরিবেশে সকলকে পূজা উদযাপনের জন্য আহবান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ হাসানুজ্জামান, বিপিএম, পিপিএম, মাননীয় অতিরিক্ত ডিআইজি (অপারেশন), খুলনা মহোদয়, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি মেহেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ ।