Home » কুষ্টিয়া সরকারি কলেজে কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা

কুষ্টিয়া সরকারি কলেজে কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা

কর্তৃক Shariar Imran Mati
কুষ্টিয়া প্রতিনিধি 37 ভিউ
Print Friendly, PDF & Email

কুষ্টিয়া সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা.আব্দুল আওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব আহমেদ, কুষ্টিয়া ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী, সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম।

মতবিনিময় পর্বে ডা. আব্দুল আওয়াল সাধারণ শিক্ষার্থীদের কাছে শিক্ষাঙ্গনের সার্বিক পরিবেশ ও সংকট নিয়ে জানতে চান। এ সময় শিক্ষার্থীরাও প্রাণ খুলে তাদের অতীত ও বর্তমান অভিজ্ঞতা ছাত্রদল নেতাদের সঙ্গে শেয়ার করেন। পরে ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।

কুষ্টিয়া ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী বলেন, ছাত্রদলের ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে এবং এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা কী; সেটাই দিতে এসেছেন কেন্দ্রীয় নেতারা।
তিনি বলেন, অতীতে আমরা দেখেছি ছাত্রলীগ ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ক্যাম্পাসগুলোতে। সেই জায়গা থেকে বেরিয়ে এসে কীভাবে শিক্ষার্থী বান্ধব ও একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার রাজনীতি করা যায়, সেই বিষয়েই সাধারণ শিক্ষার্থীদের চিন্তাভাবনাও শুনেছেন তারা।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.