Home » এবার জিম-আফ্রো টি১০ লিগে দল পেলেন বিজয়

এবার জিম-আফ্রো টি১০ লিগে দল পেলেন বিজয়

কর্তৃক Shariar Imran Mati
ক্রীড়া ডেস্ক 23 ভিউ
Print Friendly, PDF & Email

রিশাদ হোসেনের পর এবার জিম-আফ্রো টি১০ লিগে দল পেয়েছেন এনামুল হক বিজয়। টাইগার ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে বুলাওয়ো ব্রেভস জাগুয়ার্স।

আগামী আসরের জন্য প্রথম বাংলাদেশি হিসেবে রিশাদকে সরাসরি দলে নিয়েছিল হারাবে বোল্টস। কিন্তু বিজয়কে নেওয়া হয়েছে ভিন্ন কৌশলে। বুলাওয়ো উইকেটরক্ষক এই ব্যাটারকে দলে নিয়েছে প্লেয়ার্স-ড্রাফটের মাধ্যমে।

গত মৌসুমে তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছিল বুলাওয়ো। এবার বিজয়কে দলে নেওয়ার মাধ্যমে বাংলাদেশিদের সমর্থনও বাড়িয়ে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।

বাংলাদেশ জাতীয় দলে বিজয়ের জায়গা একেবারে নড়বড়ে। দুই এক ম্যাচ সুযোগ দিয়ে ফের তাকে বেঞ্চে বসিয়ে রাখা হয়। ভক্তরা বিজয়কে জাতীয় দলে সুযোগ দেওয়ার দাবি তুললেও তাতে সায় দেয়নি বিসিবি। যে কারণে দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে বিজয়।

বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোতে ভালো করে জাতীয় দলে ফিরুক বিজয়, এমনটিই প্রত্যাশা এখন ভক্তদের।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন রিশাদ। যে কারণে জিম-আফ্রো টি১০ লিগের আগে কানাডার গ্লোবাল টি২০ লিগেও জায়গা পেয়েছেন এই লেগস্পিনার।

রিশাদের জায়গা হয়েছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগেও। এর আগে বিগ ব্যাশ লিগে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলেছেন কেবল সাকিব আল হাসান।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে জিম-আফ্রো টি১০ লিগের ২০২৪ সালের আসর। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মোট ৬টি দল এই টুর্নামেন্টে অংশ নেবে। টুর্নামেন্টটি হবে জিম্বাবুয়েতে।

বিজয়ের দলের উল্লেখযোগ্য অন্য ক্রিকেটাররা হলেন- জিমি নিশাম, ডেভিড ওয়ার্নার, ডেভিড উইলি, ডেভিড মালান, কায়েস আহমেদ, থিসারা পেরেরা এবং লুক উড, সিকান্দার রাজা, রায়ান বার্ল, লরি ইভান্স ও আভিশকা ফার্নান্ডো

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.