Home » স্লোগান দেওয়া মেয়ের পক্ষে দাঁড়ানোর ঘোষণা ফজলুর রহমানের

ফজু পাগলা গ্রেফতার না হলে যাব না এখান থেকে

স্লোগান দেওয়া মেয়ের পক্ষে দাঁড়ানোর ঘোষণা ফজলুর রহমানের

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 44 ভিউ
Print Friendly, PDF & Email

বিএনপির পদ স্থগিত হওয়া নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, তার বাড়ির সামনে যেই তরুণী স্লোগান দিয়ে বলেছিল ‘ফজু পাগলা গ্রেফতার না হলে যাব না এখান থেকে’ সেই মেয়েই এখন চাঁদাবাজির অভিযোগে ধরা পড়েছে। আর এই তরুণীর পক্ষেই তিনি আইনি লড়াই করতে চান। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন, “আমি ওই মেয়েটির পক্ষে কোর্টে দাঁড়াব। ছাড়াবো না কেন? এরা তো আমার মেয়ে। এদেরকে জামায়াত নষ্ট করছে, কিন্তু আমি চাই এদের ভালো হোক। আমি দেশের ভালো চাই, আমি এদেরও ভালো করতে চাই।” তিনি আরও অভিযোগ করে বলেন, “জামায়াতের কর্মীরা আমাকে যে অপমান করেছে, জন্মের পর কোনো রাজনৈতিক দল এমন অপমান করেনি।” মুক্তিযুদ্ধের চেতনার প্রসঙ্গ টেনে ফজলুর রহমান বলেন, “যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম তা এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি। দেশে এখনো মনুষত্ব, বিবেক ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। তবে আজ বাঙালিদের সব আছে শিল্প-কারখানা থেকে সেনাবাহিনীতে জেনারেল পদ পর্যন্ত।” তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখন বলা হয় ১৯৭১ সালের যুদ্ধ নাকি ভাইয়ে ভাইয়ে ঝগড়া ছিল। এর চেয়ে নিমকহারামি আর কিছু হতে পারে না। যেমন কারবালার ইতিহাস ইয়াজিদরা কোনোদিন মুছে ফেলতে পারেনি, তেমনি মুক্তিযুদ্ধ বিরোধীরাও স্বাধীনতার ইতিহাস মুছে ফেলতে পারবে না। মিরজাফরের বিশ্বাসঘাতকতা যেমন আজও উচ্চারিত হয়, মুক্তিযুদ্ধের ইতিহাসও চিরস্মরণীয় হয়ে থাকবে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.