মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ১০ জনকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ শনিবার ভোরে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার হয়ে নিজ নিজ গন্তব্যের চলে যায় পুশব্যাক হওয়া ব্যক্তিরা। এদের মধ্যে ৪ জন নারী এবং ৬ জন পুরুষ। তবে দায় এড়াতে পুশব্যাকের বিষয়টি অস্বীকার করেছে বিজিবি মুজিবনগর কোম্পানি কমান্ডার।
পুশব্যাক হয়ে আসা কয়েকজন জানান, বিভিন্ন সময়ে তারা ভারতে যায়। পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে অবস্থানের দায়ে তারা গ্রেফতার হয়। বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর জেল থেকে মুক্তি পেলে বিএসএফ সদস্যরা তাদেরকে শুক্রবার রাতে মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্তের কাছে নিয়ে আসে। আজ ভোরের দিকে সীমান্তের কাটাতারের বেড়া খুলে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তাদের বাড়ি ঢাকা, নোয়াখালী ও নরসিংদীসহ বিভিন্ন জেলায়।
স্থানীয়রা জানান, ভোরের দিকে সীমান্তের গ্রামগুলো পেরিয়ে ওই ১০ জন আসেন মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে। এ ব্যাপারে জানতে চাইলে মুজিবনগর থানার ওসি সাইফুল আলম জানান,এ ধরনের কোন খবর আমরা পাইনি।