কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে একাট্টা হয়ে রুদ্ধদার বৈঠক করেছেন দৌলতপুর বিএনপির প্রবীণ ত্যাগী নেতৃবৃন্দ। সম্প্রতি কুষ্টিয়া শহরস্থ একটি রেস্তোরায় এই রুদ্ধদার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও ২০০৮ সালে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ আলতাফ হোসেন।
আরও উপস্থিত ছিলেন সদ্য সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রমজান আলী। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক যুগ্ম আহবায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা। বৈঠকে আগামী নির্বাচনকে ঘিরে সাংগঠনিক পরিকল্পনা, প্রার্থী বাছাইয়ের নীতিমালা এবং তৃণমূল পর্যায়ে দলকে সুদৃঢ় করার ব্যাপারে গুরুত্বপুর্ণ আলোচনা হয়।বৈঠকের পর আলহাজ আলতাফ হোসেন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং দৌলতপুর বিএনপির নেতৃত্ব দিয়ে আসছি। কিন্তু সদ্য অনুষ্ঠিত সম্মেলনে আমাদের উপেক্ষা করে একটি পকেট কমিটি বানানো হয়েছে। আমরা এই কমিটিকে পুর্ব থেকেই বয়কট করেছি।