Home » সাকিবের পর ‘টাইলক্স’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন শোয়েব আখতার

সাকিবের পর ‘টাইলক্স’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন শোয়েব আখতার

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 23 ভিউ
Print Friendly, PDF & Email

দেশের শীর্ষস্থানীয় কসমেটিক্স, স্কিনকেয়ার ও হোমকেয়ার পণ্য উৎপাদনকারী রিমার্ক-হারল্যান গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড টাইলক্সের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ফাস্ট বোলার ও ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব আখতার। এর আগে দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান ব্র্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। টাইলক্স বাংলাদেশে একটি পরিচিত ও জনপ্রিয় হোমকেয়ার ব্র্যান্ড। নতুন বিজ্ঞাপন প্রচারণায় শোয়েব আখতারকে দেখা যাবে ‘ক্লিন মানেই টাইলক্স—টাইলক্স মানেই ক্লিন’ স্লোগান নিয়ে। প্রতিষ্ঠানটি জানায়, টাইলক্স ঘরবাড়ি ও কর্মক্ষেত্রকে পরিষ্কার, স্বাস্থ্যকর ও জীবাণুমুক্ত রাখতে সহায়তা করে। এটি বাংলাদেশের একমাত্র অ্যামোনিয়া-ফ্রি সারফেস ক্লিনিং রেঞ্জ এবং অন্যান্য ক্লিনিং পণ্যের মতো এতে কোনো কড়া কেমিক্যাল গন্ধ নেই। রিমার্ক-হারল্যান গ্রুপ জানিয়েছে, আন্তর্জাতিক পরিসরে ব্র্যান্ডটির পরিচিতি আরও বিস্তৃত করতেই শোয়েব আখতারকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচন করা হয়েছে। ক্রিকেটে গতি, শক্তি ও আগ্রাসী মানসিকতার প্রতীক শোয়েব আখতারের ইমেজ টাইলক্সের মূল বার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে তিনি ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন। শোয়েব আখতার বলেন, ‘পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সুস্থ জীবনের ভিত্তি। টাইলক্সের মতো একটি মানসম্মত ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত।’ টাইলক্সের চিফ বিজনেস অফিসার মারুফুর রহমান বলেন, ‘সাকিব আল হাসানের পর শোয়েব আখতার যুক্ত হওয়ায় টাইলক্সের আন্তর্জাতিক পরিচিতি আরও শক্তিশালী হবে।’ রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আলম জানান, পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিতে তৈরি টাইলক্স ভবিষ্যতে বৈশ্বিক বাজারে আরও গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করবে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.