Home » সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে

সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 29 ভিউ
Print Friendly, PDF & Email

সাংবাদিক আনিস আলমগীরকে উত্তরা পশ্চিম থানার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা, পরিদর্শক মুনিরুজ্জামান ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আদালত আনিস আলমগীরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। উত্তরা পশ্চিম থানার প্রসিকিউশন বিভাগের সূত্র জানায়, গত রোববার (১৪ ডিসেম্বর) রাতে ধানমন্ডির ২ নম্বর রোডের একটি জিম থেকে বের হওয়ার পর সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেয়। এরপর তাকে ডিবির কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। মামলাটি দায়ের করেন জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ। এ মামলায় সাংবাদিক আনিস আলমগীরের সঙ্গে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, ফ্যাশন মডেল মারিয়া কিসপট্টা এবং উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের সুযোগে আসামিরা বিভিন্ন কৌশলে দেশে অবস্থান করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি ও অবকাঠামো ক্ষয় করার ষড়যন্ত্র চালিয়েছে। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়া ও টেলিভিশন টকশোতে বসে নিষিদ্ধ সংগঠন পুনরায় সক্রিয় করার প্রচেষ্টা চালানো হয়েছে। তাদের কর্মকাণ্ডের মাধ্যমে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা রাষ্ট্রবিরোধী কার্যক্রমে অংশগ্রহণ করছে বলে অভিযোগ করা হয়েছে। ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, রিমান্ডকালে আনিস আলমগীরকে মামলার তদন্তে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হবে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.