জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাকসু) সদ্য সমাপ্ত ১০ নং হল সংসদ নির্বাচনে সমাজসেবা সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন মেহেরপুরের ছেলে জাঈমুল হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী এবং মেহেরপুর শহরের বাসস্ট্যান্ডপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে। নির্বাচনে জাঈমুল হাসান মোট ২১৫ ভোট পেয়ে নির্বাচিত হন, যা হল সংসদ নির্বাচনের সর্বোচ্চ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্রশিবিরের প্রার্থী শাহিন আলম পেয়েছেন ১১২ ভোট। বিজয় সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জাঈমুল হাসান বলেন,
“ভবিষ্যতে রাজনীতি করার পরিকল্পনা এখনো নেই। সাধারণ শিক্ষার্থী হিসেবেই শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। শিক্ষার্থীদের অধিকার আদায়ে লড়ে যেতে চাই। রাজনীতি করবো কিনা, সেটি ভবিষ্যতে সিদ্ধান্ত নেব।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচন
সমাজসেবা সম্পাদক নির্বাচিত হলেন মেহেরপুরের জাঈমুল হাসান
পূর্ববর্তী পোস্ট