আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও রাবেজান মঞ্জিলের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে চক্ষু,চর্ম,যৌন ও নাক কান গলা স্বাস্থ্য ক্যাম্পে প্রায় দুই হাজার রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।একই সাথে চোখের ছানি পড়া ৫৫ জনকে বাছাই করে অপারেশনের জন্য যশোরে নেওয়া হবে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত এ সমস্ত রোগী দেখা হয়।
শ্যামপুরের সন্তান লেঃ ক. (অব) আব্দুল ওয়াহাব এর নেতৃত্বে প্রায় ২০ জন ডাক্তার সকাল থেকে বিকাল পর্যন্ত চক্ষু,চর্ম যৌন ও নাক কান গলা রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা করেন।
এ সময় মেহেরপুরের বিভিন্ন এলাকার ৫৫ জন সাই করে চোখের ছানি পড়া রোগীকে বাছাই করেন এবং অপারেশনের জন্য যশোর নেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রংধনু বন্ধু পরিষদের,আবুল কালাম, মজিবর রহমান, আল আমিন হক, আক্কাস আলী, আবু বকর, মহাজুদ্দিন, আব্দুস সালাম, আব্দুল মাজিদ, ইউসুফ আলী।
স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন, সংকল্প মানবকল্যাণ সংগঠন শ্যামপুর। সার্বিক সহযোগিতা প্রদান করেন জিম ফার্মেসি।