২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব বড়দিন উদযাপন করা হচ্ছে মেহেরপুরের মুজিবনগর উপজেলায়। শীতের হালকা কাব্যিক আবহে খ্রিস্টান পল্লীগুলো রঙিন বাতি, আলোকসজ্জা ও ক্রিসমাস ট্রিতে সাজিয়ে উৎসবমুখর হয়েছে।
উৎসব উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন নিজেদের ও বিশ্বের কল্যাণ কামনায় প্রার্থনায় অংশ নিচ্ছেন। ধর্মীয় গুরুরা প্রার্থনা করছেন, যেন জাতি, ধর্ম ও দেশকে বিভেদ থেকে মুক্ত রাখা যায় এবং বিশ্বে শান্তি ও সৌহার্দ্য বজায় থাকে।
মুজিবনগরের ভবেরপাড়া ও বল্লভপুর গ্রামে প্রতিটি বাড়িতে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি ও স্টার, বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে গোশালা। মধ্যরাত থেকে শুরু হয়েছে বড়দিনের আনুষ্ঠানিকতা। ঘণ্টা বাজিয়ে প্রভু যীশুর জন্মের স্মৃতিতে প্রার্থনা ও ‘আলেলুইয়া’ কীর্তন করা হয়। শিশু থেকে বৃদ্ধ—সবার মধ্যেই উৎসবের আনন্দ ও রঙিন উৎসাহ লক্ষ্য করা গেছে।
এছাড়া, নতুন পোশাক পরা, পিঠাপুলি ও বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করেছে খ্রিস্টান সম্প্রদায়। প্রার্থনার পর সবাই গোশালা পরিদর্শন ও কীর্তন অনুষ্ঠানে অংশ নেন।
বড়দিন শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে গির্জা ও গুরুত্বপূর্ণ এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা জানিয়েছেন, “নিরাপত্তা জোরদারে প্রতিটি গির্জায় সিসিটিভি ক্যামেরা স্থাপন ও প্রশাসনের সমন্বিত সহায়তা দেওয়া হয়েছে। আশা করছি, খ্রিস্টান ধর্মাবলম্বীরা আনন্দ ও শান্তির সঙ্গে উৎসব উদযাপন করতে পারবেন।”

