বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। তিনি বলেন, দেশ গড়ার এই সময়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে প্রথম জনসমাবেশে তিনি শান্তি, ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারের ওপর গুরুত্বারোপ করেন। তারেক রহমান বলেন, “১৯৭১ সালে দেশের মানুষ যেমন ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন করেছিল এবং ২০২৪ সালে সর্বস্তরের মানুষ যেভাবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একত্র হয়েছিল, আজও ঠিক তেমনভাবেই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” তিনি বলেন, বাংলাদেশের মানুষ কথা বলার ও গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়। তিনি আরও বলেন, “এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই বসবাস করে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে নারী, পুরুষ ও শিশুরা নিরাপদে ঘর থেকে বের হয়ে নিরাপদে ফিরতে পারবে।” এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টা ৩৬ মিনিটে লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর বাসে ওঠার আগে তিনি জুতা খুলে দেশের মাটিতে পা রাখেন এবং হাতে একমুঠো মাটি নেন। এ সময় সেখানে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে বিমানবন্দরে বরণ করে নেন বিএনপির শীর্ষ নেতারা। পরে লাল-সবুজ রঙের বিশেষ বাসে করে তিনি পূর্বাচলের গণসংবর্ধনাস্থলে যান।
পূর্ববর্তী পোস্ট

