Home » মোস্তাফিজকে আইপিএলে খেলালে মাঠে ভাঙচুরের হুমকি উজ্জয়িনীর

মোস্তাফিজকে আইপিএলে খেলালে মাঠে ভাঙচুরের হুমকি উজ্জয়িনীর

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 36 ভিউ
Print Friendly, PDF & Email

আইপিএল ২০২৬ আসরের নিলামে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে। তবে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে কয়েকজন ধর্মীয় নেতা মোস্তাফিজকে মাঠে নামানোকে বিরোধীতা করে হুমকিও দিয়েছেন।
পেছনের প্রেক্ষাপটে রয়েছে বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া দুটি হিন্দু ধর্মাবলম্বীর হত্যাকাণ্ড—১৮ ডিসেম্বর ময়মনসিংহে দীপ চন্দ্র দাস এবং ২৪ ডিসেম্বর রাজবাড়িতে অমৃত মন্ডল। এসব ঘটনার প্রেক্ষিতে উজ্জয়িনীর ধর্মীয় নেতারা মোস্তাফিজের কেকেআরের হয়ে খেলার বিরোধিতা করছেন। রিণমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান পুরোহিত মহাবীর নাথ জানিয়েছেন, বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগে বিসিসিআই ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব থাকায় তাঁরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও কেকেআরকে বয়কটের আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, মোস্তাফিজ কতদিন আইপিএলে খেলতে পারবেন তা আইপিএলের সূচি ও জাতীয় দলের আন্তর্জাতিক ব্যস্ততা বিবেচনা করে ক্রিকেট অপারেশন্স বিভাগ সিদ্ধান্ত নেবে। এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, আইপিএল চলাকালীন সময়ে মোস্তাফিজকে আট দিনের জন্য দেশে ফিরতে হবে। মোস্তাফিজ সম্প্রতি দুবাইয়ে আইএলটি-টোয়েন্টি খেলেছেন এবং রংপুর রাইডার্সের হয়ে বিপিএল ম্যাচে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.