শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালাবার খবর প্রচারিত হওয়ার পর থেকে মেহেরপুরে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরের পর থেকে মেহেরপুর শহর সহ শহরের আশেপাশের গ্রাম থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল এসে শহীদ শামসুজ্জত নগর উদ্যানের সামনে এবং হোটেল বাজার মোড়ে এসে সমবেত হতে থাকে। সেখান থেকে আনন্দ মিছিল শহর জুড়ে প্রদক্ষিণ করে। আনন্দ মিছিলে শিশু থেকে শুরু করে শিশু-কিশোর, ছাত্রসহ আবাল বৃদ্ধ বণিতা সকল পর্যায়ের মানুষ অংশগ্রহণ করে। জাতীয় পতাকা হাতে নিয়ে আনন্দ মিছিলটি শহরের সকল সড়ক প্রদক্ষিণ করে। এ সময়” হই হই রই রই, শেখ হাসিনা গেলি কই”। “এই মুহূর্তে খবর এলো, শেখ হাসিনা পালিয়ে গেল “। “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার” সহ বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে। মিছিল কি এক পর্যায়ে এত বড় আকার ধারণ করে যে, কোথায় শুরু, আর কোথায় শেষ সেটি নিরূপণ করা যাচ্ছিল না।
মিছিল চলাকালে উৎসুক জনতা মিছিল কারীদের মাঝে মিষ্টি বিতরণ করে।