Home » মেহেরপুরের চাঁদবিলে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

মেহেরপুরের চাঁদবিলে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 38 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর সদর উপজেলার চাঁদবিলে পানিতে ডুবে মনোয়ারা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি তিন সন্তানের জননী।

নিহত মনোয়ারা খাতুন চাঁদবিল গ্রামের বাসিন্দা ও মুন্তাজ আলীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে প্রতিবেশী ইয়াজুলের স্ত্রী আজিরা খাতুনের সঙ্গে তিনি চাঁদবিলে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে অসাবধানতাবশত পানিতে তলিয়ে যান মনোয়ারা খাতুন।

ঘটনাটি টের পেয়ে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ এ দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী ও স্বজনরা জানান, মনোয়ারা খাতুন ছিলেন শান্ত ও সহজ-সরল স্বভাবের একজন মানুষ। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক।

এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.