Home » মেহেরপুরের কাজিপুরে বজিবির মতবিনিময় সভা

মেহেরপুরের কাজিপুরে বজিবির মতবিনিময় সভা

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 41 ভিউ
Print Friendly, PDF & Email

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর উদ্যোগে কাজিপুর বিওপি এলাকা সংলগ্ন কাচারীপাড়া ফুটবল মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, পিবিজিএম, বিজিওএম, পিএসসি, সেক্টর কমান্ডার, কুষ্টিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার ও সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম। এছাড়াও স্থানীয় জনগণ সভায় উপস্থিত ছিলেন।
সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন সীমান্ত নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় জনগণকে আহ্বান জানান। তিনি বলেন, পার্শ্ববর্তী ভারতীয় সীমান্তে চলমান কার্যক্রমের কারণে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সম্ভাবনা রয়েছে। এজন্য স্থানীয় জনগণকে বিএসএফ-এর ‘পুশ-ইন’ রোধে সহায়তা করতে হবে এবং সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে বিজিবি’কে অবিলম্বে জানাতে হবে। সভায় সীমান্তে আইন মেনে চলা, সন্দেহজনক কার্যকলাপ প্রতিবেদন করা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, শূন্য রেখা অতিক্রম না করা, সীমান্ত দুর্ঘটনা প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করা হয়।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.