Home » মেহেরপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মেহেরপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 5 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

অধিদপ্তর সূত্রে জানা যায়, গাংনী শহরের স্কয়ার ডেন্টাল কেয়ারে চিকিৎসকের বৈধ সনদ না থাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার করার অভিযোগে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রিয়াজ মাহমুদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে সামাদ হোটেল ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এসৃয় অন্য আট একটি প্রতিষ্ঠানে ১০ হাজারটাা জরিমানা করা হয়। অভিযান চলাকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম, গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.