শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জুলাই ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের পর মেহেরপুর মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর কলেজমোড়ের জুলাই স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেসে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ, জেলা জামায়াতে আমির ও মাওলানা তাজউদ্দিন খান, পৌর আমির সোহেল রানা ডলারের প্রমুখ। এসময় জুলাই ঐক্য পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
পূর্ববর্তী পোস্ট

