Home » মেহেরপুরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে উদ্ধারকৃত মোবাইল ও অর্থ হস্তান্তর

মেহেরপুরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে উদ্ধারকৃত মোবাইল ও অর্থ হস্তান্তর

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 34 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ হওয়া মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১১টায় মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডিসেম্বর ২০২৫ মাসে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মেহেরপুর কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও নগদ অর্থ এ সময় ভুক্তভোগীদের বুঝিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়। তিনি উদ্ধারকৃত মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ অর্থ প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। এ সময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং মোবাইল ফোনসহ অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহারে আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সূত্রে জানা যায়, ডিসেম্বর ২০২৫ মাসে সাধারণ ডায়েরিভুক্ত সর্বমোট ৯২টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়। পাশাপাশি ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎ হওয়া নগদ ও বিকাশের মোট ৫৫ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে ফেরত দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন থানায় নিখোঁজ ব্যক্তি উদ্ধারে থানা পুলিশকে সহায়তা করে মোট ৪ জন ভিকটিম উদ্ধার করা হয়। একই সময়ে একাধিক ক্লুলেস মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.