Home » মেহেরপুরে সহ-সভাপতি ইমনের উদ্যোগে প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ

মেহেরপুরে সহ-সভাপতি ইমনের উদ্যোগে প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 79 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজওয়ানুল হক ইমনের সার্বিক সহযোগিতায় কাথুলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গাংনী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব আল শিপন, কাথুলী ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

হুইলচেয়ার পেয়ে আনন্দ প্রকাশ করে উপকারভোগীরা বলেন, “আমরা চলাচলে কষ্ট পাই। ইমনের ভাইয়ের এই সহযোগিতায় এখন কিছুটা স্বস্তি পাব।”

রেজওয়ানুল হক ইমন জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়ানো তাঁর সামাজিক দায়বদ্ধতার অংশ। তিনি ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত রাখবেন বলে প্রতিশ্রুতি দেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.