জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ইংরেজি) এ এস এম সাইফুল ইসলাম।
সাইফুল ইসলাম ১৯৯৫ সালে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯৭ সালে মেহেরপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে সম্মান (বি.এ অনার্স) এবং স্নাতকোত্তর (এম.এ) ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৭ ডিসেম্বর ২০০৬ সালে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের জন্য আধুনিক ও শিক্ষার্থী-কেন্দ্রিক পাঠদান, আইসিটি ব্যবহার, শিক্ষণ-পদ্ধতিতে সৃজনশীলতা এবং পেশাগত নেতৃত্বের মাধ্যমে শিক্ষার্থীদের শেখার আগ্রহ ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়াও তিনি বিএডসহ বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ, কারিকুলাম বাস্তবায়ন, মূল্যায়ন পদ্ধতি ও শিক্ষক উন্নয়নমূলক কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।
শিক্ষাক্ষেত্রে তাঁর নিষ্ঠা, নৈতিকতা, দায়িত্ববোধ এবং শিক্ষাদানে উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। ব্যক্তিজীবনে তিনি একজন দায়িত্বশীল পরিবারপ্রিয় ব্যক্তি; তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে এবং বর্তমানে মেহেরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বোসপাড়া এলাকায় বসবাস করছেন।
এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও জেলার জন্য গর্বের বিষয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সহকর্মীবৃন্দ তাঁর এই সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতেও তার সৃজনশীল শিক্ষাকর্ম অব্যাহত থাকার আশ্বাস দিয়েছেন।

