কনকনে শীতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা প্রশাসন। রবিবার সন্ধ্যায় সদর উপজেলার বারাদী ইউনিয়নের রাজনগর গ্রামে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলামের নেতৃত্বে শতাধিক দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম বলেন, সরকারের মানবিক উদ্যোগের অংশ হিসেবে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, যাতে কোনো মানুষ শীতের কষ্টে অবহেলিত না থাকে। তিনি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।
এদিকে একই দিন বিকেলে মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয় নের বিভিন্ন গ্রামে অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা জানান, সরকারের মানবিক উদ্যোগের অংশ হিসেবে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এ কার্যক্রম চলমান থাকবে।
পূর্ববর্তী পোস্ট

