মেহেরপুরে জাতীয়বাদী রিকশা চালক শ্রমিক দলের উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে পৌরসভার ১নং ওয়ার্ড নতুন পাড়া মোড়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রিকশা শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
মেহেরপুর জেলা রিকশা শ্রমিক দলের নেতা হাবিবুর রহমান বারুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা আব্দুল বারী ফারুক, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, পৌর বিএনপির নেতা রেজাউল ইসলাম রেজা, যুবদল নেতা নজরুল ইসলাম মুকুল সহ রিকশা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় উল্লেখ করা হয় যে, রিকশা শ্রমিকরা শহরের পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই তাদের অধিকার রক্ষায় রাজনৈতিক দলগুলোর সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।