মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে মেহেরপুর পশু হাটস্থ ইউনিয়নের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন অফিস সেক্রেটারি নাসিম খান।
সভায় সাধারণ শ্রমিকরা তাদের নানাবিধ দাবি-দাওয়া ও সমস্যার কথা তুলে ধরেন। আলোচনাক্রমে সভাপতি আহসান হাবিব সোনা আগামী ১৭ নভেম্বর ২০২৫ তারিখে ইউনিয়নের নির্বাচনের ঘোষণা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিগণ সহ কার্যনির্বাহী সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শ্রমিকদের ঐক্য, অধিকার ও সংগঠনের সুষ্ঠু পরিচালনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নেতৃবৃন্দ।