Home » মেহেরপুরে মাদকাসক্ত জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর খুন

মেহেরপুরে মাদকাসক্ত জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর খুন

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 18 ভিউ
Print Friendly, PDF & Email

গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে মাদকাসক্ত জামাইয়ের ছুরিকাঘাতে চাচা শ্বশুর নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ মে) ভোরের দিকে এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস হোসেন (৪৫) গাড়াবাড়িয়া স্কুল পাড়ার বাসিন্দা এবং মৃত নেককার আলীর ছেলে।
পরিবারের সদস্যদের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে সবুজকে আটক করে। এসময় স্থানীয় গ্রামবাসী তাতে হণপিটুনি দেয়। খবর পেয়ে সেনাবাহিনী, গাংনী থানা পুলিশ এবং স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও সবুজকে আটক করে।
নিহতের ভাতিজা আব্দুল্লাহ জানান, “সবুজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে টাকা জন্য প্রায় আমার বোনকে নির্যাতন করত। তিন দিন আগে আমার বোনকে বাড়ি থেকে বের করে দেয়। পরে গতকাল বুধবার রাতে আমাদের বাড়িতে আসে। আজ সকালে কথা কাটাকাটির একপর্যায় হঠাৎ চাচাকে ছুরিকাঘাত করে। আমি ঠেকাতে গেলে আমাকেও আঘাত করে। আমি এই খুনির ফাঁসি চাই।”
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, “ঘটনার খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়। সবুজকে আটক করা হয়েছে এবং নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সবুজ একই উপজেলার ষোলটাকা গ্রামের সাবেক ইউপি সদস্য ময়নাল মেম্বরের ছেলে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.