Home » মেহেরপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা মামলায় পারভেজের ২ বছরের কারাদণ্ড

মেহেরপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা মামলায় পারভেজের ২ বছরের কারাদণ্ড

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 36 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর শহরে মাদক সেবনে বাধা দেওয়ার জেরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় পারভেজ নামে এক ব্যক্তিকে ২ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (২২ অক্টোবর) মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শাহজাহান আলী এই রায় ঘোষণা করেন।

ঘটনা সূত্রে জানা গেছে, মেহেরপুর পৌর শহরের শিশু বাগানপাড়া ৯ নম্বর ওয়ার্ডের খোকন শেখের ছেলে পারভেজ ২০১৮ সালের ১৭ জুন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ঘোষপাড়ায় আব্দুল মান্নাফের বাসার সামনে নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি করছিল। এ সময় মান্নাফ তাকে নিষেধ করলে পারভেজ ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে মান্নাফ গুরুতর আহত হয়ে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি হন।

ঘটনার পর মান্নাফের স্ত্রী রিনা খাতুন মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ আসামি পারভেজকে ২ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের রায় প্রদান করে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.