Home » মেহেরপুরে বিজয় দিবস প্যারেডের মহড়া অনুষ্ঠিত

মেহেরপুরে বিজয় দিবস প্যারেডের মহড়া অনুষ্ঠিত

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 35 ভিউ
Print Friendly, PDF & Email

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরে বিজয় দিবস প্যারেডের মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে এ মহড়ার আয়োজন করা হয়।

মহড়ায় বাংলাদেশ পুলিশ, কারারক্ষী, আনসার ও ভিডিপি, বিএনসিসি, রোভার স্কাউট, গার্ল গাইডসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী দলগুলো সুশৃঙ্খল কুচকাওয়াজ, সারিবদ্ধ মার্চপাস্ট ও শারীরিক কসরতের মাধ্যমে তাদের দক্ষতা ও প্রস্তুতি প্রদর্শন করে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তরিকুল ইসলাম প্যারেড পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের সালাম গ্রহণ করেন। এ সময় তিনি প্যারেডের শৃঙ্খলা ও সমন্বয় দেখে সন্তোষ প্রকাশ করেন এবং মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানান।

মহড়ায় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন, খাদিজা খাতুনসহ জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিজয় দিবসের মূল অনুষ্ঠানে যাতে প্যারেড সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়। মহড়া শেষে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.