ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুরে গণসংযোগ ও পথসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার বিকেলে সদর উপজেলার বারাদি বাজারে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
বারাদি বাজারে বিএডিসি কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান আবিব সোনা, তাঁতি দলের সভাপতি আরজুল্লাহ মাস্টার বাবলু ও জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির প্রমুখ।
বক্তব্যে মাসুদ অরুণ বলেন, অনেকে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। কিন্তু মেহেরপুরের মানুষ ভোট দেবে আর নেতা হবে ঢাকায়—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রাম করেছে, প্রয়োজনে আবারও করবে।
তিনি আরও বলেন, দেশ শহীদ জিয়া পরিবারের হাতে নিরাপদ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকারও নিরাপদ থাকবে।