সূর্যোদয় প্রতিবেদক
মেহেরপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আড়াই কেজি স্বর্ণ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সময় দুজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোরের দিকে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাসে করে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে মেহেরপুর আসছে।
এই খবরের ভিত্তিতে অধিনায়কের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল মেহেরপুরের আমঝুপিতে মহাসড়কের ওপর অবস্থান নেয়।
ভোর সাড়ে ৫টায় ঢাকা থেকে মেহেরপুরগামী জেআর পরিবহনের একটি বাস আমঝুপি এলাকায় এলে বিজিবি টহলদল বাসটি থামিয়ে তল্লাশি অভিযান চালায়। এ সময় ২ দশমিক ৬১২ কেজি ওজনের ২৫টি দ্বিখণ্ডিত স্বর্ণের বার ও নগদ ৫ হাজার ৮০৪ টাকাসহ দুজনকে আটক করা হয়। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ৬০ লাখ ২৫ হাজার ৮০৪ টাকা।
আটক ব্যক্তিরা ঢাকার ধামরাই উপজেলার চৌহাট চকপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো. আলাল হোসেন (৪৮) এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. রাজিব হোসেন (২৯)। তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী মামলা দায়ের করতে স্বর্ণের বারগুলো ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।