মেহেরপুর জেলা তথ্য অফিসের আয়োজনে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার বেলা ৩টার দিকে মেহেরপুর জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ড. প্রকৌশল মোঃ শামিম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক এ জে এম সিরাজুম মনির, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ।
সমাবেশে বক্তারা নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, সন্ত্রাস ও মাদক নির্মূল, গুজব প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার, পরিবেশ সংরক্ষণ এবং জবাবদিহিতামূলক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে নারীদের সচেতন ও শিক্ষিত করা জরুরি। এ ধরনের সমাবেশ নারীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মত প্রকাশ করেন।