Home » মেহেরপুরে দোকানের তালা ভেঙ্গে ৪০ লক্ষ টাকার মোবাইল চুরি

মেহেরপুরে দোকানের তালা ভেঙ্গে ৪০ লক্ষ টাকার মোবাইল চুরি

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 58 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুর শহরের মহিলা কলেজ মোড় (প্রধান সড়ক) বাদল- ফেন্সী মার্কেটের এস আর টেলিকম মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সঙ্গবদ্ধ চোর প্রায় ৪০ লক্ষ টাকার মূল্যের মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে।

রবিবার সকাল ৭টার দিকে এ চুরির ঘটনা ঘটে। জানা গেছে মেহেরপুর শহরের মহিলা কলেজ মোড়ে সকাল ৭টার দিকে সঙ্গবদ্ধ একটি চোরের দল এস আর টেলিকমের শাটারে লাগানো তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দুই শতাধিক মোবাইল নিয়ে চলে যাই। চোরের দল যাওয়ার সময় অন্য একটি তালা লাগিয়ে দিয়ে যাই।

এস আর টেলিকমের স্বত্বাধিকার সাইদুর রহমান শাহীন তার কর্মচারীদের নিয়ে দোকান খুলতে গিয়ে নতুন তালা দেখে সন্দেহ হয়। পরে পাশের একটি তালা খুলে ভিতরে প্রবেশ করে মোবাইল শূন্য র্যাক দেখতে পেয়ে চিৎকার শুরু করেন।

দোকানের সামনে রাখা সিসিটিভি ফুটেছে দেখা গেছে ৬-৭জনের একদল সঙ্গবদ্ধ চোর কালো মাক্স পরে দোকানের সাটারে লাগানো তালা ভেঙে ভিতরে প্রবেশ করছে। চোরের দল ভিতরে প্রবেশ করে সিসিটিভিটি অন্যদিকে ঘুরিয়ে রাখে।

পরে দোকানের সমস্ত মোবাইল নিয়ে বের হয়ে যায় । এবং অন্য একটি তালা লাগিয়ে দেয়। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এস আর টেলিকমের স্বত্বাধিকার সাইদুর রহমান শাহীন জানান, প্রায় ৪০ লক্ষ টাকা মূল্যের ২ শতাধিক মোবাইল ফোন নিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.