মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ মোঃ শফিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে। গ্রেফতার শফিকুল ইসলাম সোনাপুর মাঝপাড়া গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সোনাপুর গ্রামের মোঃ নুর ইসলামের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় শফিকুল ইসলামকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশি করে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
মুহূর্তেই তাকে মুজিবনগর থানায় নিয়ে আসা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযানটি জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ মদের অবৈধ বাণিজ্য রোধে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। স্থানীয়রা এই ধরনের অভিযানকে প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন, এতে এলাকার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সহায়তা হবে।
ডিবি পুলিশ আরও বলেছে, মাদক ও অবৈধ মদ রোধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

