মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
সভায় পুলিশ সুপার মোঃ মনজুর আহমেদ সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সিভিল সার্জন ডা. একেএম আবু সাঈদ, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীর, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. সাহারিয়া শায়লা জাহান, সদর ও বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, জেলা বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রতিরোধমূলক কার্যক্রম, জনসচেতনতা বৃদ্ধি, স্কুল-কলেজ পর্যায়ে বিশেষ কার্যক্রম গ্রহণসহ জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরো জোরদার করার বিষয়গুলো আলোচনা করা হয়। এছাড়া সামাজিক সংগঠন ও সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম সভায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।”
সভায় সরকারি এবং বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়ে জেলার মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধির জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন।