‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে’এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে সপ্তম জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০২ মার্চ) সকাল ১০টায় মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হওয়া বর্ণাঢ্য র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে যেয়ে শেষ হয়।
এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক সিফাত মেহনাজ শান্তির প্রতীক কবুতর অবমুক্ত করে ভোটার দিবসের কর্মসূচির উদ্বোধন করেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচকরা জাতীয় ভোটার দিবসের গুরুত্ব তুলে ধরেন।সেইসাথে নতুন ভোটারদের নিবন্ধন ও ভোটাধিকার প্রয়োগে সচেতন হওয়ার আহ্বান জানান।