Home » মেহেরপুরে জমিজমা বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খু*ন

মেহেরপুরে জমিজমা বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খু*ন

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 35 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের কোলা গ্রামে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। নিহত গাজিউর রহমান ডালিম (৫৫) একই গ্রামের মৃত মিনহাজ উদ্দিনের বড় ছেলে। ঘটনার সঙ্গে জড়িত ছোট ভাই মুনজা রহমান (৪৫) ও তার স্ত্রী আনজেরা খাতুন এখনও পলাতক রয়েছেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির জমি ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে উভয়ের মধ্যে তুমুল ঝগড়া বাঁধে, যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ অনুযায়ী, মুনজা রহমান তার বড় ভাই ডালিমের গলায় থাকা মাফলার ধরে টান দেন এবং তার স্ত্রী আনজেরা খাতুন মাফলারের অন্য পাশ ধরে টান দেন। এতে ডালিম গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

স্থানীয়রা জানান, জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধ মর্মান্তিক ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারা আশা প্রকাশ করেছেন, প্রশাসন ও জনপ্রতিনিধিদের আরও কার্যকর পদক্ষেপের মাধ্যমে এমন ঘটনা রোধ করা হবে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.