মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারী) দুপুর আনুমানিক ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে
আহতরা হলেন,গাড়াবাড়িয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে জিনারুল ইসলাম (৫০), একই গ্রামের কালাম হোসেনের ছেলে চঞ্চল (৩৫) এবং লাল চাঁদের ছেলে জিনারুল ইসলাম (৪০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গাড়াবাড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলের সিহাবের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল লাল চাঁদের ছেলে জিনারুল ইসলামের। এ নিয়ে শুক্রবার উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সিহাব ও তার লোকজন কুপিয়ে আহত করে জিনারুল, চঞ্চল ও জিনারুল মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় চঞ্চল ও জিনারুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি থমথমে অবস্থায় আছে।

