মেহেরপুর সদর উপজেলায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আরফা ডায়াগনস্টিক সেন্টার ও নিরাময় ক্লিনিক মনিটরিং করা হয়।
অভিযানে নিরাময় ক্লিনিকের কোনো কাগজপত্র বা লাইসেন্স নবায়ন না থাকা, অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ঔষধ ব্যবহার, পর্যাপ্ত জনবল না থাকা সহ নানা অনিয়ম ধরা পড়ে। এ কারণে ক্লিনিক মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায়ও করা হয়েছে।
অন্যদিকে, আরফা ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে মেশিন ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।