Home » মেহেরপুরে আদম ব্যাপারী কারাগারে

মেহেরপুরে আদম ব্যাপারী কারাগারে

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 77 ভিউ
Print Friendly, PDF & Email

 

সাড়ে ১৫ লক্ষ টাকার বিনিময়ে বিদেশে পাঠানোর পর ৪৫ দিন কারা ভোগ শেষে দেশে ফিরে আদম ব্যাপারীর বিরুদ্ধে মামলার পর, এম হারুন আর রশিদ নামের এক আদম ব্যাপারীকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার হারুন আর রশিদকে কারাগারে পাঠানো হয়। আটক হারুন আর রশিদ মেহেরপুর শহরের ঘোষপাড়ার হাকিম মিয়ার ছেলে।

জানা গেছে মাদারীপুর জেলার শিবচর উপজেলার ঘালিকান্দি গ্রামের ইদ্রিস আলীর ছেলে হাসানুজ্জামানেক স্পেনে পাঠানোর জন্য কে এম হারুন আর রশিদ সাড়ে ১৫ লক্ষ টাকা গ্রহণ করে। পরে হাসানোরুজ্জামানকে অবৈধ পথে স্পেনে পাঠানোর সময় অস্ট্রেলিয়া পুলিশের কাছে ধরা পড়ে। সেখানে ৩৫ দিন কারা ভোগের পর হাসানুজ্জামানকে দেশে পাঠিয়ে দেওয়া হয়।

এদিকে দেশে ফেরার পর হাসানুজ্জামান বাদী হয়ে ১৭ জুলাই ধারা- ৩১(ক)/৩১(খ)/৩১(গ)/৩১(ঘ)/৩৩/৩৪ বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩; এ হারুন আর রশিদের নামে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মেহেরপুর সদর থানার, এফআইআর নং-৩৩, জি আর নং-২৫০। পরে পুলিশ হারুন আর রশিদকে আটক করে আদালতে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন।

 

 

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.