Home » মেহেরপুরে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন

মেহেরপুরে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 34 ভিউ
Print Friendly, PDF & Email

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে মেহেরপুরে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও কারিগরি) ও যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শেখ বখতিয়ার উদ্দীন, জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির এবং পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “সংসদীয় ব্যবস্থায় নির্বাচনের পর যিনি সংসদ নেতা হন, তিনিই সরকারপ্রধান হন। এর ফলে রাষ্ট্রপতি, বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর অতিমাত্রায় ক্ষমতার প্রভাব পড়ে। প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে সংসদে আইন, অর্থ বিল বা নীতিনির্ধারণ সম্ভব হয় না।”
তিনি আরও বলেন, “এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ জরুরি। বিচার বিভাগ, সংসদ ও প্রশাসন—এই তিন স্তম্ভকে আলাদা করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐকমত্যে সেই পথ তৈরি হয়েছে।”
উদ্বোধনী অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল উদ্বোধনী ফলক উন্মোচন, বেলুন উড্ডয়ন ও বৃক্ষরোপণ। একই সঙ্গে ‘স্পেশালাইজড আইসিটি ট্রেনিং ফর কলেজ টিচার্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন, মতবিনিময় সভা এবং পবিত্র কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মেহেরপুরসহ দেশের ১১টি জেলায় মোট ৭৯৯ কোটি টাকা ব্যয়ে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীদের আধুনিক তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ এবং ইনকিউবেশন সুবিধা দেওয়া হবে।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে স্থাপিত এ সেন্টারটি মেহেরপুরের তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করবে এবং স্থানীয় পর্যায়ে প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.