Home » মেহেরপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, দুই লাখ টাকা জরিমানা

মেহেরপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, দুই লাখ টাকা জরিমানা

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 42 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের আশরাফপুর গ্রামে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর, পুলিশ বিভাগ ও ব্যাটালিয়ন আনসারের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন মেহেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা।
অভিযানে এসবিআর ব্রিকসের মালিক মো. রফিকুল হালসনা এবং এমইউএস ব্রিকসের মালিক মো. ইলিয়াস বিশ্বাসকে ফিক্সড চিমনি ব্যবহার ও জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৬/১৬ ধারায় প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.