বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত প্রক্রিয়ায় দলের পুনর্গঠন জাতীয় ও স্থানীয় পর্যায়ে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় দলকে সক্ষমতা অর্জনের প্রত্যয়ে ৩নং ওয়ার্ড পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বাদ মাগরিব থানা রোড এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে ৩নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মী সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন।
বক্তারা বলেন, বিগত দিনের ফ্যাসিবাদ সরকার বাংলাদেশের সাধারণ মানুষের সাথে নির্বাচন নিয়ে খেলা করেছেন। তারা মানুষের ভোটের অধিকার হরণ করেছেন। বিএনপি’র ৩১ দফা এই ভোট অধিকার সবার মাঝে ফিরিয়ে দিবে। এ কারণে আমাদের বিএনপিকে সরকার গঠনের সুযোগ করে দিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড.কামরুল হাসান,যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম,অধ্যাপক ফয়েজ মোহাম্মদ।
এ্যাড: মীর আলমগীর ইকবাল আলম ও আসাদুজ্জামান জনি এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,মেহেরপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য,আলমগীর খান ছাতু,রোমানা আহমেদ, হাফিজুর রহমান হাপি।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাবেক জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আহমেদ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু,জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ,জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব,জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফিরোজুর রহমান ফিরোজ,পৌর ছাত্রদলের সদস্য সচিব জারজিস ইউসুফ রমিক,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এম এ সাঈদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুজাইফা ডিক্লেয়ার,সাবেক কাউন্সিলর আব্দুর রহিম,যুবদলের সদস্য মেহেদী হাসান রোলেক্স,বিএনপির নেতা লতিব, ইসাহাক আলী মধু মাস্টার,মোশিউল আলম দ্বীপু,নাহিদ মাহমুদ সানি,যুবদল নেতা আবু ইউসুফ মিরন,জনি সহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।