আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে মেহেরপুর-২ সংসদীয় আসনে সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন উত্তরা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্বাস আলী।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনায় তিনি মেহেরপুর-২ আসনের বিভিন্ন এলাকায় বিএনপির নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবেন। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, দলীয় নেতাকর্মীদের সমন্বয় এবং নির্বাচনী প্রচারণা জোরদারে তার ওপর এই দায়িত্ব অর্পণ করা হয়েছে।
মোঃ আব্বাস আলী বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবো। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে সর্বাত্মকভাবে কাজ করবো।”
দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, তার সাংগঠনিক দক্ষতা ও পূর্ব অভিজ্ঞতা নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে সহায়ক হবে।

