Home » মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থী মিজানুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা

মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থী মিজানুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 33 ভিউ
Print Friendly, PDF & Email

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রতিনিধি অ্যাডভোকেট মোহা. মিজানুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্ত আসছে জেলা রিটার্নিং কর্মকর্তার দেওয়া মনোনয়ন বাতিলের বিরুদ্ধে দায়ের করা আপিলের প্রেক্ষিতে।

দলীয় সূত্রে জানা গেছে, আগের নির্দেশে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর মিজানুর রহমানের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। তাঁরা যুক্তি দেখিয়েছিলেন, প্রার্থীর দলীয় মনোনয়নপত্র অনুপস্থিত থাকায় মনোনয়ন গ্রহণযোগ্য নয়। তবে প্রার্থীর পক্ষ থেকে দায়ের করা আপিলের পর নির্বাচন কমিশন বিষয়টি পুনর্বিবেচনা করে মনোনয়ন বৈধ ঘোষণা করেছে।

নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তে মেহেরপুর-১ আসনের নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বৈধ মনোনয়ন পাওয়ায় অ্যাডভোকেট মিজানুর রহমান নির্বাচনী প্রচারণা ও ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন।

দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, কমিশনের এই সিদ্ধান্তে সিপিবি প্রার্থীর রাজনৈতিক কার্যক্রম আরও সুনির্দিষ্ট ও শক্তিশালী হবে। নির্বাচনী প্রচারণা শুরুর পূর্বেই মনোনয়ন বৈধ হওয়ার কারণে প্রার্থী ও দলের পক্ষ থেকে মাঠপর্যায়ে প্রস্তুতি আরও কার্যকরভাবে নেওয়া সম্ভব হবে।

মেহেরপুর-১ আসনের নির্বাচনী বাণিজ্যিক ও রাজনৈতিক অঙ্গনে এ ঘোষণা প্রার্থীর জন্য ইতিবাচক সম্ভাবনার সৃষ্টি করেছে। সমর্থকরা মনে করছেন, বৈধ মনোনয়ন প্রাপ্তির ফলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনেও প্রার্থীর প্রভাব বাড়বে এবং ভোটারদের মধ্যে দৃঢ় প্রতিশ্রুতি ও আস্থা বৃদ্ধি পাবে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.